গীতা স্কুলে ছাত্রদের জন্য কিছু সংক্ষিপ্ত উত্তর- Part-1
গীতা স্কুলে ছাত্রদের জন্য কিছু সংক্ষিপ্ত উত্তর -
Ø কে প্রথম বাংলায় গীতা অনুবাদ করেন ?
উঃ বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রী মধুসূদন সরস্বতী ।
উঃ বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রী মধুসূদন সরস্বতী ।
Ø তার অনুবাদ কৃত গ্রন্থটির নাম কি ?
উঃ গীতা গূঢ়ার্থ দীপিকা ।
উঃ গীতা গূঢ়ার্থ দীপিকা ।
Ø প্রথম গীতা অনুবাদ করেন কে ?
উঃ শঙ্করাচার্য
উঃ শঙ্করাচার্য
Ø ইংরেজিতে গীতা প্রথম অনুবাদ করেন ?
উঃ ব্রিটিশ শাসক ওয়ারেন হেস্টিংস ।
উঃ ব্রিটিশ শাসক ওয়ারেন হেস্টিংস ।
Ø গীতার শিক্ষা কি ?
উঃ অহিংসা,সত্য,ব্রহ্মচর্য,সংযম ও নিষ্ঠা ।
উঃ অহিংসা,সত্য,ব্রহ্মচর্য,সংযম ও নিষ্ঠা ।
Ø মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কে ছিলেন ?
উঃ মহামুনি পরাশর ও সত্যবতীর সন্তান ।
উঃ মহামুনি পরাশর ও সত্যবতীর সন্তান ।
Ø অবতার কত প্রকার ও কি কি ?
উঃ ৬ প্রকার । পুরুষাবতার,গুণাবতার,লীলাবতার,মন্বন্তরাবতার,যুগাব-তার,শক্ত্যাবেশাবতার ।
উঃ ৬ প্রকার । পুরুষাবতার,গুণাবতার,লীলাবতার,মন্বন্তরাবতার,যুগাব-তার,শক্ত্যাবেশাবতার ।
Ø গীতায় কার কয়টি শ্লোক ?
উঃ ধৃতরাষ্ট্র- ১ টি ।
সঞ্জয়-৪০ টি ।
অর্জুন-৮৫ টি ।
শ্রীকৃষ্ণ-৫৭৪ টি
উঃ ধৃতরাষ্ট্র- ১ টি ।
সঞ্জয়-৪০ টি ।
অর্জুন-৮৫ টি ।
শ্রীকৃষ্ণ-৫৭৪ টি
Ø গীতার অধ্যায় গুলোর নাম বল ?
উঃ অর্জুন-বিষাদযোগ,সাংখ্য যোগ,কর্মযোগ,জ্ঞানযোগ,কর্ম সন্ন্যাস যোগ, অক্ষরব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তিযোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, গুণত্রয় বিভাগযোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, মোক্ষযোগ
Ø ওঙ্কার এর অর্থ কি ?
উঃ ওংকার অর্থ হচ্ছে সৃষ্টি,স্থিতি ও লয়কারী ব্রহ্ম ।
উঃ ওংকার অর্থ হচ্ছে সৃষ্টি,স্থিতি ও লয়কারী ব্রহ্ম ।
Ø জীব আত্মা কাকে বলে ?
উঃ ব্রহ্ম যখন জীবের মাঝে আত্মা রূপে অবস্থান করেন । তখন তাকে জীব আত্মা বলে ।
উঃ ব্রহ্ম যখন জীবের মাঝে আত্মা রূপে অবস্থান করেন । তখন তাকে জীব আত্মা বলে ।
Ø ভক্ত কত প্রকার ?
উঃ চার প্রকার ।
উঃ চার প্রকার ।
আর্ত,অর্থার্থী, জ্ঞানী ও জিজ্ঞাসু ।
Ø দশ অবতারের নাম বল ।
উঃ মৎস্য,কূর্ম,বরাহ,নৃসিংহ,বামন,পরশুরাম,রাম,বলরাম ,বুদ্ধ,কল্কি ।
উঃ মৎস্য,কূর্ম,বরাহ,নৃসিংহ,বামন,পরশুরাম,রাম,বলরাম ,বুদ্ধ,কল্কি ।
Ø বেদের মন্ত্র সংখ্যা কত ?
উঃ ২০,৩৭৯ কি ।
উঃ ২০,৩৭৯ কি ।
Ø চণ্ডীর শ্লোক কত ?
উঃ ৭০০টি ।
উঃ ৭০০টি ।
Ø ভাগবতের শ্লোক কত ?
উঃ ১৮ হাজার ।
উঃ ১৮ হাজার ।
Ø রামায়ণের শ্লোক কত ?
উঃ ১৮,৮৫৫ টি ।
উঃ ১৮,৮৫৫ টি ।
Ø চন্ডী কোন গ্রন্থের অন্তর্গত ?
উঃ মার্কেন্ডেয় পুরান ।
উঃ মার্কেন্ডেয় পুরান ।
Ø রামায়ণের কয়টি কান্ড ?
উঃ সাতটি। আদি,অযোধ্যা,অরণ্য,কিস্কিন্ধ্যা,সুন্দর, লংকা,উত্তর ।
উঃ সাতটি। আদি,অযোধ্যা,অরণ্য,কিস্কিন্ধ্যা,সুন্দর, লংকা,উত্তর ।
No comments